আসন্ন শীতে সবজির বাজার দখল করতে চান্দিনা পৌরসভা ইউনিয়ন/ ব্লক বড়গোবিন্দপুর কৃষি মাঠে আগাম জাতের এ ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক আবুল কাশেম, সুলতান মিয়া, আবুল হাশেম, শাহজাহান মিয়া সহ অনেকেই।
স্থানীয় ওই কৃষকদের সাথে কথা বলে জানা যায় – নিনজা হাইব্রিড জাতের আগাম এ ফুলকপির ফলন বেশি। তাই এই কপি চাষ করে লাভের মুখ দেখবেন এমন প্রত্যাশা তাদের। কিন্তু আবহাওয়ার উপর নির্ভর করে এই চাষে যেমন লাভ আছে তেমনি লোকসানের পাল্লাও আছে ভারি। অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে কৃষি অফিসার এর থেকে তারা বিভিন্ন পরামর্শ নিয়ে আগাম ফুলকপি চাষ করছেন কৃষকরা।
চান্দিনা পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম সারওয়ার সোহেল জানান- উপজেলার কৃষকদের এই আগাম জাতের ফুলকপি উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুধু গোবর সার ও দেশীয় জৈব সার প্রয়োগেই ফুলকপির ভালো ফলন হবে। এমনকি ভালো উৎপাদন ও কৃষকরা লাভবান হতে চারা লাগানোর পর চারার গোড়ায় পঁচা রোগ, ঢলে পড়া রোগ, জাব পোকা, লেদা পোকা দমনে ফেরোমন ট্র্যাপ ব্যবহার, আগাছা দমন সহ বিভিন্ন পরিচর্যা সুষম সার প্রয়োগ বিষয়ে পৌরসভা ব্লকের কৃষি মাঠে সরজমিন গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ১২০-১৩০ শতাংশ জমিতে চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো চারা রোপণ করা হবে।