কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, হাইস্কুল, মাদ্রাসা শিক্ষক, মেম্বার, গ্রাম পুলিশ, কাজী,ইউপি সচিব ও অন্যান্যদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ জুলাই) দুপুরে চান্দিনার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো সোয়াইব।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো. মাহবুবুর রহমান।
বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শহিদুল ইসলাম, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোছলেহ উদ্দিন, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ, অত্র ইউনিয়ন পরিষদের সচিব তপন চন্দ্র ভৌমিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন, পিহর রহমানিয়া দাখিল মাদ্রাসা শিক্ষকবৃন্দ, খিরাসার মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, এলাকার মান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।