বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে যে কোন মূল্যে নিজেদের মধ্যে দলাদলী বন্ধ করে ভাতৃত্ববন্ধন সৃষ্টি করার পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ কার্যালয়ে পৌর কৃষকলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন- জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা কারও কাছে মাথা নত করার মতো ব্যক্তি নয়। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছেন। যার উৎকৃষ্ট প্রমাণ সম্প্রতি ভারত সফর। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতা-কর্মী ও জনতার প্রতি আহবান জানান তিনি।
সভায় পৌর কৃষকলীগ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, বরকইট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহসিন ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন।