কুমিল্লার চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার( ৬ জুলাই) দুপুরে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল মো. ইব্রাহীম খলীল এর সঞ্চালনায় ইউনিক স্কলারশিপে ও ওয়ামিতে বৃত্তি প্রাপ্ত ট্যালেন্ট অব দ্যা ইয়ার ৩ জন ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৩৯ জন শিক্ষার্থীকে এবং ১০০% উপস্থিত প্রায় ২৭জন শিক্ষার্থীকে সার্টিফিকেট বৃত্তির টাকা ও পুরস্কৃত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইলিয়াস উদ্দিন (ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক), আল-মামুন (সিনিয়র শিক্ষক), ফারজানা আক্তার, জহিরুল ইসলাম, আজাদ রহমান মিয়াজী, সুমি আক্তার, উম্মে কুলসুম সনিয়া, আয়েশা আক্তার, সোমা রাণী, শাহজালাল, ফয়সাল আহমেদ রাজিব, মুন্না চক্রবর্তী, কুলসুমা আক্তার, মানসুরা আক্তার, আরমান হোসাইন, নিগার সুলতানা নিঝুম প্রমূখ।