কুমিল্লায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন। উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি নজরুল ইসলামসহ অন্যরা।
সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক, তোফায়েল আহাম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।