কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর ৩৫তম চান্দিনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চান্দিনা প্রধান কার্যালয় প্রাঙ্গণ এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ সমিতি বোর্ড সভাপতি মো. ওমর ফারুক এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যানের বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধি পূর্বাঞ্চলের উপ-পরিচালক (প্রশাসন) মো. শাহাদাত হোসেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ সদর দপ্তর ডিজিএম (কারিগরী) শ্রী দিপক কুমার সিংহ ও কম্পিউটার অপারেটর তাসলিমা সুলতানা এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের সচিব মো. হেদায়েত উল্লাহ, সমিতি বোর্ড সহ- সভাপতি গৌরাঙ্গ পদ রায় চৌধুরী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, সদর দপ্তর (এমএস) এজিএম হেলাল খাঁন, সমিতি বোর্ড কোষাধ্যক্ষ সরকার শিউলি আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হান্নান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা( উত্তর) নির্বাহী প্রকৌশলী মো.হাবিবুর রহমান, বাপবিবো কুমিল্লা( উত্তর) সহকারী প্রকৌশলী এইচ এম এ আজিম পাটোয়ারী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -৩ এর জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হুসাইন ,
মনোনীত পরিচালক শংকর লাল দত্ত, মনোনীত পরিচালক মো. আবুল বাতেন মিয়াজী, এলাকা পরিচালক মোহাম্মদ সামছুল হক, এলাকা পরিচালক মো. জহিরুল ইসলাম, মহিলা পরিচালক মোসাম্মৎ শিরিনা আক্তার, এলাকা পরিচালক মো.নজরুল ইসলাম, এলাকা পরিচালক মো. আব্দুর রহমান খাঁন (টিটন) মহিলা পরিচালক রাবেয়া আক্তার।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের বিভিন্ন শ্রেনীর গ্রাঁহকদের মাঝে ও রেজিষ্ট্রেশনকৃত গ্রাঁহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই মহতী স্বপ্ন ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীরা ‘আলোর ফেরিওয়ালা’ হয়ে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাপবিবো কর্তৃক উক্ত সমিতিতে উঠান বৈঠক কার্যক্রম চালু করা রয়েছে। এছাড়া সকল ধরণের সংযোগের ক্ষেত্রে বিনামূল্যে ৫০ কিলোওয়াট পর্যন্ত ট্রান্সফরমার সরবরাহের কারণে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছার কারণে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত ও সহজতর হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ জোনাল অফিস ডিজিএম এ কে এম আজাদ, দেবীদ্বার জোনাল অফিস ডিজিএম মো. রেজাউল করিম খাঁন, বরুড়া জোনাল অফিস ডিজিএম মো. জালাল উদ্দীন, বাঙ্গরা জোনাল অফিস ডিজিএম আ ন ম শোয়েব, রামমোহন সাব জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) মো. ইকবাল হোসেন সরকার, বরুড়া জোনাল অফিস এজিএম( ওএন্ডএম) হামিদুল হাসান, কুটুমপুর সাব জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) মো. আমিনুল ইসলাম (সুমন), সদর দপ্তর ( ওএন্ডএম) এজিএম মোহাম্মদ ফয়সাল চৌধুরী, পয়ালগাছা সাব জোনাল অফিস এজিএম (ও এন্ডএম) মো. জাহিদুল হাসান, সদর দপ্তর এজিএম (অর্থ- রাজস্ব) তানভীর আহমেদ, মুরাদনগর সাব জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) মো. ফরিদ উদ্দিন, দেবীদ্বার জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) আদিত্য চক্রবর্তী, কোম্পানীগন্জ জোনাল অফিস এজিএম( ওএন্ডএম) ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ, সদর দপ্তর এজিএম (আইটি) সাইফুল ইসলাম, নবাবপুর সাব জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) ইমতিয়াজ আহমেদ, সদর দপ্তর এজিএম (মানব সম্পদ) মো. মিজানুর রহমান সাগর, সদর দপ্তর এজিএম( ইএন্ডসি) মহরউজ্জামান খাঁন, বাঙ্গরা জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সদর দপ্তর এজিএম (প্রশাসন)মো. শাহ আলম,
চান্দিনা পৌরসভার কাউন্সিল মো. আবু কাউছার, বার্ষিক সাধারণ সভায় সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হতে আগত কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।