ওমানে নির্মাধীন ভবন থেকে পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মেহেদী হাসান নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশের সময় সোমবার (১৬ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ও নিহতের পরিবারে শোকের মাতম বইছে।
মো. মেহেদী হাসান (২৬) উপজেলার নাইঘর (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মৃত হাজী মফিজুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার জানায়, মেহেদী হাসান ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ২ অক্টোবর সে জীবীকার তাগিদে ওমানে যান। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পরিবারের কাছে খবর আসে ওমানে কাজ করার সময় নির্মানাধীন ভবন থেকে পরে মেহেদী হাসান গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে বাংলাদেশের সময় বিকাল ৪ টার সময় ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।