আজ শনিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের। উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী সাদেকুর রহমান,রোটারিয়ান আব্দুল হালিম মজুমদার, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবু সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ এর কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, উপদেষ্টা সম্পাদক আরটিভি কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনা সম্পাদক বাহার উদ্দিন রায়হান,দৈনিক দেশ রুপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির,সদর দক্ষিণ প্রেস ক্লাবের সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন মজুমদার,ব্রাক্ষনপাড়া প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান।
প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, বিশেষ প্রতিনিধি সাকলাইন যোবায়ের,বিশেষ প্রতিনিধি শফিউল আলম রাজিব,বিশেষ প্রতিনিধি রায়হান চৌধুরী, স্টাফ রিপোর্টার শামীম রায়হান,স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম বাপ্পি, লালমাই প্রতিনিধি মো. রুহুল আমিন,ব্রাক্ষনপাড়া প্রতিনিধি রেজাউল হক শাকিল ,সাংবাদিক মেহরাব অপি,সাংবাদিক আব্বাস আলী,সাংবাদিক শাহ্ ইমরান, সাংবাদিক আলমগীর। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আবদুল হালিম মজুমদারকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, এখন অনেকে ৮ পাস করে মোবাইল নিয়ে অথবা গলায় কাঠ ঝুলিয়ে অপসংবাদিকতা করে তাদের কারণে মূল ধারার সাংবাদিকগণ সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও তাদের বদনাম হচ্ছে। সাংবাদিকদেরকে মিরর অফ দি ওয়ার্ল্ড বলা হয়ে থাকে কিন্তু এখন কিছু অপসংবাদিকের কারণে মূল সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
অপসংবাদিকরা মানুষকে জিম্মি করে বিভিন্ন উপায়ে তাদের থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয় অথচ নিউজ লেখতে গেলে তাদের অনেক বানান ভুল ও ঠিকমতো গুছিয়ে নিউজ লেখতে পারেনা। তিনি আরো বলেন দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি সম্মেলনে এসে আমি যে মুখগুলোকে দেখতে পাচ্ছি এদের প্রত্যেকের মাঝে একটি পরিচ্ছন্নতার ভাব রয়েছে। কুমিল্লা একটি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কুমিল্লা মাদকের ছয়লাব। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অপকর্ম ও মাদক এর সর্বনাশ সম্পর্কে তুলে ধরবেন ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া একজন পরিচ্ছন্ন মানুষ তিনি সবসময় হাসিমুখে কথা বলেন আপনারা যারা তার সাথে কাজ করছেন আপনারা দেখবেন তার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমি আশা করছি দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকাটি কুমিল্লার একটি অন্যতম শ্রেষ্ঠ পত্রিকায় হয়ে উঠবে।আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পত্রিকার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান বলেন, ভোরের সূর্যোদয় পত্রিকা যখন পাক্ষিক ছিল তখন আমি এর সাথে জড়িত। এখন ভোরের সূর্যোদয় পত্রিকাটি দৈনিক পত্রিকায় রুপান্তর হওয়ার কারণে আমি অনেক আবেগ তাড়িত হয়ে গেছি। আমাদের সময় সাংবাদিকতাটা অনেক কষ্টের ছিল।তখন আমরা টিএন্ডটি ফোনে কল দিয়ে পত্রিকায় নিউজ পাঠাতে হতো।তারপর আমরা হাতে লিখে ফ্যাক্সের মাধ্যমে নিউজ পাঠাতাম। এখন আপনারা নিউজ মেইলে পাঠান। এখন আরও সহজ হয়েছে নিউজ পাঠানো। হাটি হাটি পা পা করে দৈনিক ভোরের সূর্যোদয় অনেক দুর এগিয়েছে। আশাকরি ভবিষ্যতে এ পত্রিকাটি আরো উন্নতি ও প্রচার সংখ্যা এগিয়ে যাবে এ প্রত্যাশা কামনা করি। পত্রিকাটি প্রবীন ও তরুন সাংবাদিক নিয়ে যে টিম গঠন করা হয়েছে এতে আমি আশাবাদী ভোরের সূর্যোদয় পত্রিকাটি একদিন পাঠকের হৃদয়ে স্থান করে নিবে।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি
আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার তার বক্তব্যে বলেন বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ক্ষুদা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং দেশকে একটি স্মার্ট বাংলাদেশ রুপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন।
দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের কাগজ এর স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়া মিয়া বলেন, এ পত্রিকার সাথে জড়িত সকলে আমার পরিবারের অংশ। আমি আমার পরিবারকে যেমন ভালবাসি আপনাদেরকেও ঠিক সে চোখে দেখি। আপনারা শুধু পত্রিকার প্রতিনিধি নন আপনারা আমার পরিবারেরই অংশ।আগত অতিথিসহ সকল প্রতিনিধি ও সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
সভাপতি দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি খায়রুল আহসান মানিক বলেন
আমি আশাবাদী এবং আমার প্রবল বিশ্বাস পত্রিকাটি সর্বমহলে গ্রহণ যোগ্যতা পাবে।