কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৩০ জন এতিম, দরিদ্র ও অসহায় শিশু শিক্ষার্থীর মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, সারা দেশের ন্যায় কনকনে শীতে কাঁপছে ব্রাহ্মণপাড়া। এতে চরম বিপাকে পড়ছেন এ উপজেলার নিম্ন আয়ের মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষজন। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ইউএনও সামিউল ইসলাম। কনকনে শীতের মধ্যে হঠাৎ ইউএনওর হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে।
ইউএনও সামিউল ইসলাম বলেন, প্রচণ্ড শীতে সারা দেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে শুক্রবার (১০ জানুয়ারি) মাদরাসার ৩০ জন এতিম শিশুর হাতে কম্বল উপহার দিয়েছি। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।