কুমিল্লার চান্দিনায় ‘মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) বিকেলে সংস্থাটির চান্দিনাস্থ কার্যালয়ে অর্ধশতাধিক দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জীবন চন্দ্র কর্মকার, মেঘনির পরিচালক রণবীর ঘোষ কিংকর, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রাম প্রসাদ নাহা, বরুনা দাস, জয়নী ভাওয়াল, শ্রীধাম চন্দ্র দাস প্রমুখ।
‘মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থা’ ২০২৪ সালে সরকারী নিবন্ধন পেলেও প্রতিষ্ঠানটি ২০১৫ সাল থেকে এলাকার সমাজ উন্নয়নে কাজ করে আসছে। এই প্রতিষ্ঠান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।