কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে দিঘীরপাড় এলাকার শাহী হালুয়া পরোটা ব্যবসায়ী শাহাদাৎ হোসেন রনি(৩৮) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সে চাঁদপুরের মতলব উপজেলার ফরাজীকান্দি গ্রামের মো.আছলামের ছেলে।উপজেলার ইলিয়টগঞ্জ ভীরতলা গ্রামের আ.রাজ্জাক মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার(২৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুনায়েত চৌধুরী৷
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে এবং মহাসড়কে ভ্যান গাড়ি করে শাহী হালুয়া পরোটা বিক্রি করতো শাহাদাৎ হোসেন রনি নামের এক হকার। নিহত শাহাদাৎ হোসেন রনি এবং তার কর্মচারী রনি ভীরতলা গ্রামে আ.রাজ্জাক মিয়ার বাড়িতে এক রুমের কক্ষে ভাড়া থাকতেন।
চার দিন যাবত রুমের দরজা তালা অবস্থায় ছিল।আজ বুধবার ওই ঘরের রুম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের মালিক আ.রাজ্জাক স্থানীয় মেম্বারকে জানান, মেম্বার এসে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজার তালা ভেঙে রুম থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করেছেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,খবর পেয়ে ঘরের বাইরে দরজার তালা ভেঙে মাথা থেঁতলানো অবস্থায় শাহাদাতের মরদেহ উদ্ধার করি। নিহতের কর্মচারী রনি পলাতক রয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য জানা যাবে।রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে৷