রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মো. ছামিউল ইসলাম।
সোমবার ( ২৩ ডিসেম্বর ) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব কম্বল বিতরণ করেছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই শীতে এ উপজেলার সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষদের শীতের তীব্রতার কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার রাতে ইউএনও মো. ছামিউল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতে কষ্ট ভোগ করা অসহায় মানুষ খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র উপহার পেয়ে এ সনয় শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইউএনও ছামিউল ইসলাম বলেন, শীতে অসহায় মানুষজন কষ্ট পাচ্ছে। এই শীতে এ উপজেলার কোনো অসহায় হতদরিদ্র মানুষ যেন শীতে কষ্ট ভোগ না করে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।