আজ ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে খোলা আকাশের নিচে ৫ পরিবার!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে পাঁচটি পরিবার। এতে ওই ঘরগুলোতে থাকা দামি আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগিদের পরিবারে পড়েছে চিন্তার ভাঁজ। আগামীদিনের চিন্তায় সকলে এখন অস্থির।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগিদের কাছ থেকে জানা গেছে, গত তিন বছর ধরে ভুক্তভোগি কাউছার কিডনী রোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। পেশায় একজন হোটেল বাবুর্চি হলেও কিডনিজনিত সমস্যা ক্রমশঃ বেড়ে চলায় চিকিৎসকের পরামর্শে আগামী ১৯ ডিসেম্বর কিডনী পাথর অপারেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ধার-দেনা করে ২ লাখ ৩০ হাজার টাকা জোগাড় করে ঘরে সংরক্ষণ করে রেখেছিলেন। সোমবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পার্শ্ববতী একটি ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে হতদরিদ্র কাউছার সহ তার পাঁচ ভাইয়ের বসতঘরে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ঘরে থাকা সকল আসবাবপত্র, মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ ২ লাখ ৩০ হাজার টাকা। চিকিৎসার জন্য জমানো টাকাগুলো পুড়ে যাওয়ায় চিকিৎসা নিয়ে পড়েছেন বেশ দুশ্চিন্তায়। হারিয়ে ফেলেছেন বাঁচার সর্বশেষ আশাও। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আমির হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পাশাপাশি ঘর হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও গ্রামের প্রবেশের রাস্তা সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে পারেনি ফায়ার সার্ভিস। একই সাথে স্থানীয়দের শত চেষ্টাও ব্যর্থ হয়। এ সময় পুড়ে যায় আলী আশ্রাফ, ইউসুফ মিয়া, আমির হোসেন, কাউছার আলম ও হাসানুজ্জামানের বসত ঘর সহ আরও কয়েকটি ঘর।

আগুনের হাত থেকে রক্ষা পেতে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় টিনের সাথে আঘাত পেয়ে ইসমাইল হোসেন ও আরমান মিয়া নামে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ওই পরিবারের ২৩ জন সদস্য এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা পানি নিয়ে এগিয়ে যায়। সময়মত ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে আসে। কিন্তু প্রবেশ পথ সরু ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভানো সম্ভব হয়নি। যার কারণে ৫টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।

কিডনী আক্রান্ত রোগী ও ভুক্তভোগি কাউছার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত। আগামী ১৯ ডিসম্বের ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে কিডনী পাথর অপারেশনের কথা ছিলো। বিভিন্নজনের কাছ থেকে ধার-দেনা করে ২ লাখ ৩০ হাজার টাকা জমা করে টাকাগুলো ঘরে রাখি। সর্বনাশা আগুনে আমার চিকিৎসার টাকা সহ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এখন আমি কি দিয়ে চিকিৎসা করাবো? কোথায় থাকবো ভেবে কুল পাচ্ছি না।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পানি স্বল্পতার কারণে আগুন নিভাতে আমাদের বেগ পেতে হয়েছে। তাই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আগুনে ৫টি ঘর পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য পর্যাপ্ত কম্বল ও প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। সরকারিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তার চেষ্টা করা হচ্ছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more
ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু!

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা...

Read more
চৌদ্দগ্রামে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ শাহ নেওয়াজ (২৫)...

Read more
চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্র সহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার...

Read more
চৌদ্দগ্রামে এলজি বন্ধুক সহ যুবক আটক, টর্চার সেলের সন্ধান।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি এলজি বন্ধুক সহ সালাহ উদ্দিন খাঁন নামে এক চিহিৃত সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top