কুমিল্লার তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলা প্রশাসনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।তিতাস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা সহকারী কমিশন (ভুমি) মিলন চাকমা, কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন,তিতাস থানা প্রতিনিধি কমল সাহা প্রমুখ।
সংবর্ধনাপ্রাপ্ত জয়ীতারা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, আসমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিরিনা আক্তার, সফল জননী নারী
আফরোজা জামান,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু শিল্পী, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে খাদিজা আক্তার।