‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় সকল ধর্ম-বর্ণের নেতাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে চান্দিনা থানা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা কমপ্লেক্সে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা থানা পুলিশের আয়োজনে থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন।
চান্দিনা থানা পুলিশের আয়োজনে থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াত নায়েবে আমীর মাও. আবুল হাসেম, চান্দিনা আল আমিন ইসলামীয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মাহবুবুর রহমান আশরাফী,এলডিপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন, মো. শাহআলম, হিন্দু ধর্মীয় নেতা অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা, চান্দিনা উপজেলা পূজা উদাযাপন পরিষদ সভাপতি দীপক আইচ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, কার্তিক দাস প্রমুখ।