বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চান্দিনা উপজেলার সদরের বিভিন্ন বেসরকারি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পরিচালিত ৬টি ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর।
প্রতিষ্ঠানগুলো হলো- স্কোয়ার স্পেশালাইজড হসপিটাল, সেবা ডায়াগনষ্টিক সেন্টার, ল্যাব ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার, অপূর্ব ডায়াগনষ্টিক সেন্টার, নিউ মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার, ভূইয়া ডায়াগনষ্টিক সেন্টার।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ডেপুটি সিভিল সার্জন এর নেতৃত্বাধীন একটি টিম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার বিভিন্ন ডায়াগনষ্টিক ও প্রাইভেট হাপসাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালে কোন বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো বন্ধ করে দেন জেলা ডেপুটি সিভিল সার্জন। অভিযান পরিচালনার শেষে এক ঘন্টা অতিবাহিত হতে না হতেই আবারও কার্যক্রম শুরু করেন ৬টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বন্ধ করা একাধিক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বললে তারা জানায়, যে ছয়টি বন্ধ করেছে সবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পাওয়ার জটিলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার বন্ধ করা প্রতিষ্ঠানগুলো পরিদর্শণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।