ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক রোগীদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন দিক তুলে ধরে আজ ১০ নভেম্বর (রবিবার) ব্র্যাক বন্যা দুর্গত সাধারণ মানুষের পাশে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার নিকোলাস মেকলিন। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যানেটেরিয়ান এডভাইজার হেমাহ হোসেন, ডেপুটি হিউম্যানেটেরিয়ান এডভাইজার, সাহরিয়ার ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
আরো উপস্থিত ছিলেন পিএম ডাক্তার নাজনিম ইসলাম,
ডাক্তার সাইদুজ্জামান, মেনেজার মোঃ আনিছুর রহমান, কডিনেটর মো: মানজিয়ারুল ইসলাম, বিভাগীয় মেনেজার, মো: সাখাওয়াত উল্লাহ মজুমদার, জেলা মেনেজার, মো: জিয়া উদ্দিন আহমেদ, জেলা প্রতিনিধি, ডা: মনিরের নেতৃত্বে ২ জন প্যারামেডিক স্বাস্থ্য সেবা প্রদানকারী। কমিউনিটি ক্লিনিকে যক্ষা রোগীসহ বিভিন্ন ধরনের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও ব্র্যাকের আয়োজনে নাইঘর কমিউনিটি ক্লিনিকে ১০০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আলী আকবর, ডাক্তার মোহাম্মদ ইউনুস ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, ব্রাহ্মণপাড়া ব্র্যাক এর সহকারী শাখা ব্যবস্থাপক দিলীপ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।