কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার(১৬ অক্টোবর)দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় উত্তোলন কাজের সাথে সরাসরি সম্পৃক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। তিনি বলেন,দাউদকান্দি উপজেলায় বিনা অনুমতিতে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।