কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি অতিবৃষ্টি, গোমতী ও সালাদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় করছেন কৃষি অধিদপ্তর। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল মুমু রোহান প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি, কুমিল্লা) উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি, কুমিল্লা) মহাপরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী।
সভায় সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা।
এছাড়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল আমিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেহান উদ্দিন, উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন, মো. হোসেন মিয়া, মো. তোফাজ্জল হোসেন, আবুুল হোসেন, আলেক হোসেন, ফাতেমা আক্তার, নাঈমা হক আঁখি, নাসিমা আক্তার, সাহেদা আফরিন সহ স্থানীয় কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই এলাকায় রাজস্ব বাজেটের আওতায় ফসল প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবসে অতিথিরা যোগ দেন। সেখানে তারা আউশ মৌসুমে আবাদযোগ্য ব্রি ধান-৯৮ এর ফলন ও উৎপাদন সম্পর্কে আলোচনা করেন।