আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর কঠোর নজরদারীতে থাকবে প্রতিটি পূজা মন্ডপ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, যে কোন সময়ের তুলনায় এ বছর প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। আনসার, পুলিশ, র‌্যাব এর পাশাপাশি কঠোর অবস্থান থাকবে সেনাবাহিনীও। এছাড়া সাদা পোশাকেও অবস্থান নিবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রশাসনের পাশাপাশি মন্ডপ কর্তৃপক্ষও যেন আরও সজাগ দৃষ্টি রাখাসহ যে কোন গুজব এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া পূজা মন্ডপগুলোতে উচ্চশব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধ রাখারও আহবান জানানো হয়। যে কোন পরিস্থিতিতে প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে দায়িত্বে থাকা কর্মকর্তাগণ তাদের সরকারি ফোন নম্বরের পাশাপাশি ব্যক্তিগত ফোন নম্বরও প্রদান করেন।

সভায় বক্তৃতা করেন সেনা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তাসহ থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফলজুল করিম দর্জি, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি লক্ষণ কুমার সাহা, সুনীল সাহা, অধ্যাপক গৌরাঙ্গ সাহা, পূজা উদযাপন পরিষদ চান্দিনা উপজেলা শাখা সভাপতি দীপক কুমার আইচ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক দাস, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যাপক শ্রীধর বণিক, বিষ্ণুপদ দেব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ উপজেলার ৬৫টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ১০টায় চান্দিনা থানা কমপ্লেক্সে থানা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এর সঞ্চালনায় ওই সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি।

কুমিল্লার চান্দিনায় বেসরকারি সংস্থা আশা'র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবর্তী গাভী পালন প্রশিক্ষণ ও গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন কর্মসূচি কার্যক্রম পরিচালনা...

Read more
চান্দিনায় ব্রেড এন্ড বাটার বেকারি উদ্বোধন করলেন নায়ক ওমর সানি।

কুমিল্লার চান্দিনায় ব্রেড এন্ড বাটার বাংলাদেশ নামে একটি বেকারির উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী...

Read more
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী!

কুমিল্লার চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে...

Read more
চান্দিনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় সকল ধর্ম-বর্ণের নেতাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

Read more
চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ; অভিযানের এক ঘন্টা পর ফের কার্যক্রম শুরু!

কুমিল্লার চান্দিনায় অনুমোদিন বিহীন বেসরকারি ৬ ডায়াগনষ্টিক ও হাসপাতাল বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযানের এক ঘন্টা পার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top