কুমিল্লার চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,দৈনিক ভোরের কাগজ পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিপন আহম্মেদ ভূইয়া (৫৫) শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১:২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া… রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন। সকালে বুকে ব্যথা অনুভব হলে পরিবারের লোকজন তাকে চান্দিনার ধানসিঁড়ি আবাসিক এলাকার বাসা থেকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দাউদকান্দি এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে চান্দিনা রিপোর্টার্স ইউনিটি ও চান্দিনায় কর্মরত সাংবাদিকবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। জানাযা শেষে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার ভূইয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব,দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম. ফিরোজ মিয়া, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, চান্দিনা প্রেস ক্লাব আহ্বায়ক মো. ওসমান গনি, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি কাজী রাশদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।