কুমিল্লার চান্দিনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৬ ‘শ কৃষক ও সিনজেনটা কোম্পানি থেকে শুধু ৫ কেজি বীজ ২০০ জন কৃষকের সহায়তা মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও নগত অর্থ বিতরনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।
শনিবার (৩১ আগষ্ট) সকাল ১০ টায় চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারন গুদাম কক্ষে ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, উপ-সহকারী কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম, সুলতান আহমদ, কিরন রানী সরকার, নাহিদা আক্তার, মো. গোলাম সারওয়ার, আবুল কাদের জিলানী, মো. জালাল উদ্দীন, শাহ জালাল, তারেক বিন কাশেম, কনক সরকার, মাসুদ রানা সহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম দৈনিক ভোরের সূর্যোদয়কে বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমন ধানের বীজ চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১ হাজার ৬’শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের প্রতি কৃষক মাঝে ১০ কেজি ডি,এ,পি, ১০ কেজিএমওপি ও ৫ কেজি ধান বীজ, নগত অর্থ ও সিনজেনটা কোম্পানি থেকে শুধু ৫ কেজি করে শুধু ২০০ জন কৃষকের মাঝে বীজ সহায়তা বিতরণ করা হবে।
এরপর প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাবের মো সোয়াইব মহোদয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগত অর্থ বিতরনের শুভকার্যক্রম উদ্বোধন করেন।