হোমনার কৃতি সন্তান এসএম নজরুল ইসলাম ইসলাম উপ-সচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন।
তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের সরকার বাড়ি মরহুম উসমান গণি সরকারের ছেলে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই পদোন্নতিতে হোমনা থানা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপজেলাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি উপজেলার খোদেদাউদপুর গ্রামের মৃত উসমান গনি সরকারের ৬ সন্তানের মধ্যে ৫ম সন্তান। তার বড় ভাই অ্যাডভোকেট আলী আশরাফ কুমিল্লা, জজ কোর্টের সিনিয়র আইনজীবী,আরেক বড় ভাই মরহুম ডা. হানিফ কবির ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং আরেক ভাই মাহবুব আলম (ডিআইজি), বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বড় বোন গৃহিণী ও সবার ছোট বোন হেলেনা নার্গিস পেশায় শিক্ষক। তিনি তার এ সাফল্যে এবং তার পেশাগত দ্বায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া চেয়েছেন।
সংসার জীবনে তিনি বিবাহিত, এক ছেলে ও দুই মেয়ের জনক । ছেলে সামিন আইইউটিতে অধ্যয়নরত, বড় মেয়ে নহন আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবম শ্রেনিতে অধ্যয়নরত। ছোট মেয়ে এখনও স্কুলে যাওয়া শুরুই হয়নি।