কুমিল্লার চান্দিনা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে চান্দিনা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দও এমপি’র সভাপতিত্বে সভায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য – সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা উপস্থাপনা কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাবের মো. সোয়াইব, উপজেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য চান্দিনা থানার অফিসার ইনচার্জ( ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, সদস্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়েসমিন, সদস্য চান্দিনা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিল মো. আবু কাউছার, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি হাজী আবদুল মালেক, সদস্য গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দর্জি, সদস্য দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, সদস্য গণ্যমান্য ব্যক্তি মো. আবু তাহের ভূঁইয়া, সাবেক জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাহরিয়ার আলমগীর আবীর,নার্সিং সুপারভাইজার সাহনারা আক্তার, সিনিয়র স্টাফ নার্স (নার্সিং প্রতিনিধ) কোহিনূর আক্তার, (৩য় শ্রেণীর প্রতিনিধি) রুহুল আমিন,( ৪র্থ শ্রেণীর প্রতিনিধ) মো. ফায়জুল কবির সহ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারগন।