কুমিল্লার চান্দিনায় আশ্রয়ন-২ প্রকল্প হতে পুর্নবাসিতদের বসতবাড়িতে শাক সবজি চাষ, পারিবারিক হাঁস মুরগী পালন, মৎস্য চাষ,গাভী পালন ও গরু মোটাজাতকরণ ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২’শ ১৬ জন আশ্রয়ণ প্রকল্প পুর্নবাসিত বসবাসকারী পুরুষ ও মহিলা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রধান করেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) দেবেশ চন্দ্র দাস, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ রাকিবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোহাম্মদ মোস্তফা আমির ভূঁইয়া। প্রশিক্ষণে সংশ্লিষ্ট সকলে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।