কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার( ৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহ জালাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক, উপজেলার রিসোর্স ইন্সট্রাক্টর মো. আমির হোসেন পাটোয়ারী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূরনবী,সহকারী উপজেলা শিক্ষা অফিসার লিপিকা রাণী পোদ্দার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাতিহা বিনতে বশীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, চান্দিনা পৌরসভার কাউন্সিল মো. আবদুর রব, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম, শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবীব ভূঁইয়া,চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক,চান্দিনা আদর্শ সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছারুজ্জামান, দৈনিক ভোরের কাগজ দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, ক্রীড়ানুরাগীসহ সকল কমিটির সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন।