কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর কতৃক “খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের (বঙ্গবন্ধু ধান১০০) প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও কৃষক সমাবেশ ” শীর্ষক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার( ৩ মে ২০২৪ খ্রি.) সকালে চান্দিনা উপজেলা এতবারপুর আল আমিন কিন্ডার গার্টেন মাঠে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয় এর উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জনাব বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য সংসদ সদস্য (কুমিল্লা ৭) বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ, সচিবালয়, ড. মো. আবদুছ ছালাম, সদস্য পরিচালক (শস্য), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, মো. আক্তারুজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, জাবের মো. সোয়াইব, উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা, কুমিল্লা।
মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাবেল খাঁন পাপু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, কৃষক মো. মহসিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ, বারি, কুমিল্লা, ড. আল মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআর আই, চান্দিনা, কুমিল্লা, ড.রফিকুল ইসলাম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা, ড. মো. মুক্তার হোসেন ভূঁইয়া, ড. মোহাম্মদ আশিকুর রহমান উর্দ্ধত বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেশষণা ইনস্টিটিউট( বিনা) উপকেন্দ্র , কুমিল্লা, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বারি, কুমিল্লা, ড. এস এম জোবায়ের আল আরমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক গবেষণা এস,আর,ডি আই, কুমিল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো. শাহীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, বাড়েরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবীব ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান, মো. ইকবাল হোসেন, মো.আব্দুল কাদের জিলানী, মো. মাজেদুল ইসলাম, মো. তারেক বিন কাশেম, মো. আনিসুল ইসলাম মোল্লা, মো. গোলাম সারওয়ার, মৌসুমী ভৌমিক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দগন।
বক্তারা বর্তমান সরকার কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরী বলে উল্লেখ করেন। এর জন্য প্রয়োজন কৃষি ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি। এক্ষেত্রে বিএআরসি কর্তৃক তৈরিকৃত ‘খামার অ্যাপ’ – এ কৃষি বিষয়ক সকল সেবা সংযুক্ত করে ওয়ান স্টপ সেবা হিসেবে নির্মাণের জন্য এতদসংশ্লিষ্ট সকল কার্যক্রম বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তি হিসেবে ‘খামারি’ মোবাইল অ্যাপ অদূর ভবিষ্যতে একটি যুগান্তকারী কৃষক বান্ধব প্রযুক্তি হিসেবে হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ পরিপ্রেক্ষিতে ‘খামারি’ অ্যাপ এর মাধ্যমে প্রাপ্ত সুবিধাদি কৃষকের দোরগোড়ায় দ্রুত পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অনুরোধ করা হয়।