কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩ দিন ব্যপি বৈশাখী মেলার শেষ দিনের বিকেলে বৈশাখী উৎসব ১৪৩১ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য এম এ জাহের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, দেশের গান, একক ও দলীয় নৃত্য, লোকগীতি সহ দেশীয় বিভিন্ন সংস্কৃতি উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের একই দিন দুপুরে উপজেলা মিলনায়তনে প্রাথমিক পর্যায়ের শিক্ষের্থীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগীতা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়মে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা মইনুদ্দিন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, মৎস কর্মকর্তা জয় বনিক, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম,অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জহিরুল হক, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল, রিপন ভূইয়া, ফরিদ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান, অর্থ সম্পাদক অপু খান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাধারণ দর্শনার্থী। এছাড়া বৈশাখী মেলায় সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে ১ দিন বৃদ্ধি করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।