কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: শাহজাহান সাগর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সাগর উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুবাই প্রবাসী মীর হোসেনের ছেলে। এ ঘটনায় মো: রোমান মোল্লা (২৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। রোমান একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে। বুধবার সকালে নিহত সাগরের জানাযা তার নিজ গ্রামে ফেলনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা, উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইমাম হোসেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুই বন্ধু সাগর হোসেন ও রোমান মোল্লা মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় যাওয়ার সময় নবগ্রাম রাস্তার মাথা পার হয়ে অফবিট রিসোর্ট এর সামনে পৌঁছলে ঢাকাগামী অজ্ঞাতনামা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধিন থাকাবস্থায় মো: শাহজাহান সাগর রাত অনুমান বারটায় সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় আহত রোমান মোল্লা নামে অপর যুবক এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় সোমবার একজন ভবঘুরের মৃত্যু সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে, মহাসড়কের অফবিট রিসোর্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। সাংবাদিকের মাধ্যমে এইমাত্র তথ্যটি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’