কুমিল্লার চান্দিনায় পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী আবু হানিফ এর পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও একমাত্র ছেলেরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী শারমীন চৌধুরী (৩৮) ও সকালে ছেলে ইরফান হোসেন (১৫) এর মৃ*ত্যু হয়।
নিহত শারমিন চৌধুরী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের প্রবাসী আবু হানিফ এর স্ত্রী ও নিহত ইরফান হোসেন তাদের একমাত্র ছেলে। এর আগে গত ৭ এপ্রিল (রবিবার) রাত পৌঁনে ১০টায় একই সড়ক দুর্ঘটনায় মৃ*ত্যু হয় প্রবাসী হানিফ এর।
নিহত আবু হানিফ এর ছোট ভাই সাবেক ইউপি সদস্য আবুল করিম জানান, আমরা চার ভাইয়ের মধ্যে মধ্যে আবু হানিফ ভাই দ্বিতীয়। তার এক ছেলে ও এক মেয়ে। গত ৭ এপ্রিল চান্দিনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে মারাত্মক আহত হন আবু হানিফ, তার স্ত্রী ও ছেলে। হাসপাতালে নেয়ার পর আবু হানিফকে মৃ*ত ঘোষণা করেন চিকিৎসক এবং স্ত্রী ও সন্তান কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ছিলেন। পরে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভাবী এবং সকালে ভাতিজার মৃ*ত্যু হয়।
তিনি আরও জানান, আমার ভাই আবু হানিফ এর পরিবারে একমাত্র মেয়ে মরিয়ম (৪) ছাড়া আর কেউ রইল না।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে দৈনিক ভোরের সূর্যোদয়কে বলেন, মর্মান্তিক এক দুর্ঘটনায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো একটি পরিবার। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।