কুমিল্লার চান্দিনায় তীব্র শীত ও শৈত্য প্রবাহে কাঁপছে মানুষ। এতে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। পৌষের শুরুতেই শৈত্য প্রবাহ আর ঘনকুয়াশার কারণে তীব্র শীত পড়েছে। সারাদিনেও সূর্যের দেখা মিলেনি। শীতের কারণে জরুরি কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না।
রবিবার( ১৪ জানুয়ারি) সকাল থেকেই সূর্যের দেখা না মিলায় প্রচন্ড শীত জেকে বসেছে এই উপজেলায়। শনিবার সারাদিন উত্তরে বাতাস ছিল।
তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার মানুষ। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষকে।