কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ করেছে জেলা রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তিনি ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ মনোনীত মুজিবুল হক এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত মোস্তফা কামাল, ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি মো: খোরশেদ আলম, জাকের পার্টির মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ আলম মোল্লা। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন: স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, আবদুস সাত্তার মজুমদার, এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ নিজাম উদ্দিন, গণফোরামের এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর ও বিএনএমের জসিম উদ্দিন।