লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। জাতীয় সংসদের ২৫৭ কুমিল্লা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টির (লাঙ্গল) মোঃ গোলাম মোস্তফা কামাল (লাকসাম উপজেলা সভাপতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মীর মো. আবু বকর ছিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ জমির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মোয়াজ্জেম হোসেন জালালী (মনোহরগঞ্জ উপজেলা সভাপতি)। এদের মধ্যে জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল ও ইসলামী ফ্রন্টের মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন (নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর সত্যায়িত কপি জমা না দেয়া পর্যন্ত) স্থগিত রাখা হয়।
অপরদিকে, বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন, জাকের পার্টির মনোহরগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর লাকসাম উপজেলা সভাপতি মনিরুল আনোয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী মোঃ হাছান মিয়া।
অপরদিকে, বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন, জাকের পার্টির মনোহরগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর লাকসাম উপজেলা সভাপতি মনিরুল আনোয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী মোঃ হাছান মিয়া।