দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণায় আনন্দ মিছিল করেছে লাকসাম উপজেলা, পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সন্ধ্যা ৭ টায় নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল লাকসাম পৌরসভা চত্বর থেকে শুরু করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে আওয়ামী কার্যালয় এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ওমর ফারুক চেয়ারম্যান, মোশাররফ হোসেন মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রব মজুমদার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম লিটন, প্রচার সম্পাদক আনিছুর রহমান কাঞ্চন কাউন্সিলর এডভোকেট মাসুদ হাসান, কাউন্সিলর আবদুল আজিজ, কাউন্সিলর মনছুর আহমেদ মুন্সি, কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, কাউন্সিলর শাহজাহান মজুমদার, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্র লীগের সভাপতি সাঈফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ সহ পৌরসভা বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।