হোমনা উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রজেক্টেরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন কুমিল্লা -২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ভবনের ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন ও দোয়া করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্ষেমালিকা চাকমা। এরপর বিদ্যালয়টির আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। এসময় উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, একাডেমিক সুপার ভাইজার রাশেদুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর ও প্রধান শিক্ষক মফিজুল ইসলাম শরীফ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আল আমিন, ইউপি সদস্য মাতু মিয়া ও রাজিব চৌধুরী প্রমুখ সাথে ছিলেন। হোমনার যেসব বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়গুলো হলো- দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়, কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খন্দকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ইটাভারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।