লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, শিক্ষক আবদুল আজিজ, সোহরাব হোসেন, অভিভাবক আলহাজ্ব সাদেকুর রহমান সহ প্রমুখ। মতবিনিময় সভা শেষে নির্বাচনী পরীক্ষায় বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের ৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। সে সাথে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল বিবরণী প্রদান করা হয়।
প্রধান অতিথি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।