কুমিল্লার হোমনায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে বুধবার শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ওসি, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে র্যলিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বের সকল শিশুদের জন্য নিরাপদ, সুন্দর, নির্মল পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন, শিক্ষার্থী কে এম ফারশাদ রিজওয়ান ও সাবিকুন নাহার প্রমুখ।
কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...
Read more