হোমনায় বাল্য বিয়ে বন্ধ করে বাল্য বিয়ে করতে আসা দুই প্রবাসী বরকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান শুক্রবার বিকেলে উপজেলার বাগমারা গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধসহ এ জড়িমানা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান জানান, উপজেলার বাগমারা গ্রামে পাশাপাশি বাড়িতে দুটি’ বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, মেহমানদার খাওয়া দাওয়া সম্পন্ন হয়েছে। একটু পরেই বিয়ের কাজ শুরু হবে। কনেদের একজন সপ্তম ও অপরজন ৯ম শ্রেণির ছাত্রী এবং তারা অপ্রাপ্ত বয়স্ক। পরে বিয়ে বন্ধ করে দিয়ে বাল্য বিয়ে করতে আসায় বর উপজেলার ঘাড়মোড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আইয়ুব আলীকে ১৫ হাজার টাকা এবং বিজয় নগর গ্রামের মো. মোস্তফিজুর রহমানকে২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়েদের বিয়ে দিবে না মর্মে কনের পরিবারকে এবং প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ে করবেনা মর্মে বর পক্ষের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। বাল্য বিয়ে করতে আসা দুই বরই প্রবাসী।