আজ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে।
বেলা ১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, পৌরসভা কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, বিদায়ী শিক্ষক ইব্রাহিম খলিল মজুমদার, সাবেক প্রধান শিক্ষক আলো রাণী ভৌমিক, আকম হারুনর রশিদ মজুমদার, শহীদ উল্লাহ, সিরাজুল ইসলাম, মাও: আবু তৈয়ব, নুরজাহান বেগম, রাবেয়া বেগম ও আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সাবেক শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানটিতে শিক্ষকবৃন্দ স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক শিক্ষক ( ইংরেজি) ইব্রাহিম খলিল মজুমদার কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সাবেক ৬ জন শিক্ষক শিক্ষিকাকে বিদ্যালয় এবং ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা যথাযথ ভূমিকা পালন করতে পারলে শিক্ষক দিবসের সফলতা আসবে।