অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় হোমনায় দুটি ড্রেজারসহ ২০০ প্লাস্টিকের পাইপ বিনষ্ট করল মোবাইলকোর্ট। আজ শনিবার বিকেলে হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন এর ভিটি কালমিনা গ্রামের কৃষি জমিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ঘটনাস্থলে গেলে দেখা যায় মোবাইলকোর্টের খবর পেয়ে এর মালিক পালিয়ে যায়। পরে প্রকৃত মালিক না পাওয়া সাজা দেওয়া সম্ভব হয়নি, তবে মাটি ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩৫০০ফুট লম্বা ২০০টি প্লাস্টিকের পাইপ ও ড্রেজার দুটি বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা স্যার এর নির্দেশনা মতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ ড্রেজার এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এসিল্যান্ড সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ।