শনিবার ভারতীয় উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণীর ১২০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্ম সূচীর মধ্যে সকাল ১০ টায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ফয়েজুন্নেছার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, কবর জেয়ারত, দোয়া বিদ্যালয় মিলনায়তনে সকলের অংশ গ্রহণের মাধ্যমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, আলীম উল্লাহ, সুমন চন্দ্র দেবনাথ, কামরুন নাহার,সহকারী প্রথান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, রাবেয়া বেগম সহ স্কুলের ছাত্র/ ছাত্রী বৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নবাব ফয়েজুন্নেছার জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করেন।