হোমনায় ৫০০ পিছ ইয়াবাসহ মো. আরিফ হোসেন (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে চান্দিনা পৌরসভার বারিরচর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, হোমনা- কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধায় ঐ সড়কের উপজেলার কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন এলাকায় পুলিশের টহল বসানো হয়। পরে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল থামিয়ে এর চালক আরিফ হোসেনের দেহ তল্লাশি করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধারকৃত ইয়াবা জব্দসহ মাদক পাচারকারী আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।