কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের দক্ষিণ মোহনপুর গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলো মোহনপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল নোমান শিবলুর ছেলে আহনাফ (৭) এবং শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৮)। আফনান ও আদনান দুই জন আপন চাচাতো ভাই।
তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। নিহতদের ফুফাত ভাই সোহেল জানায়, স্কুল থেকে ফিরে দুপুরে গোসলের সময় আফনান ও আদনান দুজনই বাড়ির পাশের পুকুর ঘাটে খেলছিল। কিছুক্ষণ পর আত্মীয়স্বজনরা পুকুর পাড়ে গিয়ে তাদেরকে খুঁজে পায়নি। প্রায় ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরে তাদের নিথরদেহ খুঁজে পায় স্বজনেরা।
পরে আহনাফ ও আদনানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়। পরে পুকুর থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।সেখানে পুলিশ পাঠানো হয়েছে, তারা খোঁজখবর নিচ্ছে।