হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । আজ শনিবার সকালে উপজেলার চন্ডিপুর গ্রাম সংলগ্ন তিতাস নদীতে এ দূর্ঘটনা ঘটে । সে ওই গ্রামের মো. আক্তারের হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত শাকিল ঢাকায় থাকেন। বাড়িতে এসে আজ শনিবার সকালে ছেলেকে নিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার কাটতে না পারায় সে নিজের অজান্তেই পানিতে ডুবে যায়। পরে তাকে স্বজনরা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।