বরেণ্য রাজনীতিবিদ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মল্লিকা দীঘি কেন্দ্রীয় কবরস্থানে তাঁর কবর জিয়ারত শেষে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ চত্বরে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারীয়া দরবার শরীফের মেজো পীরজাদা ও বর্তমান পীর সাহেব হজরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দুহা বারী। স্বাগত বক্তব্য দেন ওই কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ।
প্রভাষক খলিলুর রহমান শুভ্র’র সঞ্চালনায় বক্তব্য দেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবদুল কাফি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম মাস্টার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এডভোকেট ওমর ফারুক, মাধবপুর আলহাজ্ব আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাসেদুল ইসলাম বাবু ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্য জীবিলীগের আহবায়ক মো. শাহ আলম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, মল্লিকা গ্রুপের পরিচালক মুহাম্মদ আবু ছাইব বাপ্পি, কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ বাসির খান, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো. আজিম চৌধুরী, মোঃ নাজমুল হাসান শরীফ, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জাহিদুল হাসান পলাশ, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন আলিফ৷
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ছিলেন পরিচ্ছন্ন রাজনীতির উদাহরণ৷ তিনি ছিলেন এ অঞ্চলের মানুষের কাছে দানবীর এবং শিক্ষানুরাগী মানুষ৷ আবু তাহের সাহেবের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি৷
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...
Read more