কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নে পরচঙ্গা গ্রামে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরচঙ্গা গ্রামের আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
মো. আক্তার হোসেন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার, সাবেক জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, পরচঙ্গা গ্রামের এ কে এম হারুন ভূঁইয়া, মহিচাইল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, আটরশি দরবার শরিফ ইমাম ও খতিব মাওলানা মজিবুর রহমান,।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মুন্সি, উপজেলা ছাত্র লীগের নেতা নূর উদ্দিন মিয়াজী বুল বুল, উপজেলা ছাত্র লীগের নেতা নজরুল ইসলাম সুমন, চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক এরশাদুল হক মুন্সী,মো. আল আমিন সরকার, জান্নাতুল ফেরদৌস, হেলাল সরকার, ফারুক সরকার, দুলাল সরকার, হাকিম সরকার সহ আরো অনেকেই।