কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ( বুধবার) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল করিম, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ ও প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সপ্তাহব্যাপী ( ৮-১২ সেপ্টেম্বর) উপজেলা পর্যায়ে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতার, দাবা সহ নানা ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।