পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজগঠনে সাক্ষরতার প্রসার
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার হোমনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে এতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগন।