ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনা মোতাবেক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় হচ্ছে কিনা তদারকি করা হয়। ছদ্মবেশে পরিচালিত এ অভিযানে একটি ফার্মেসীতে অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...
Read more