কুমিল্লার দাউদকান্দিতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
শনিবার(০৫ আগস্ট)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন৷
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়৷
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,সহকারী কমিশনার(ভূমি)মো.জিয়াউর রহমান,মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,সোহরাব হোসেন,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি রবিক উদ্দিন রকিব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র/ছাত্রী ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ৷
আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে বিজয়ী তিন ছাত্রীকে শেখ হাসিনা নির্বাচিত উক্তি বই বিতরনসহ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়৷